• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দাকোপে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯  

দাকোপ উপজেলায় মাদকদ্রব্য সেবনের দায়ে মো. গালিফ বিশ্বাস (২৪) নামের এক যুবককে তিন মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গড়খালি পাকাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালান ইউএনও আবদুল ওয়াদুদ। এ সময় গালিফের কাছ থেকে দু‘গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে তাকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আবদুল ওয়াদুদ। গালিফ বিশ্বাস তিলডাঙ্গা ইউনিয়নের গড়খালি গ্রামের মো. আনিস বিশ্বসের ছেলে। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ২১ (১) ধারায় গালিব বিশ্বাসকে কারাদন্ড দেওয়া হয়।

স্থানীয় অন্তত ১২ জন লোক জানায়, গালিফ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে আসছিলেন। মাদকের টাকা সংগ্রহ করতে এলাকায় নানা অনৈতিক কাজে লিপ্ত হন গালিফ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. আবদুল ওয়াদুদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকাসক্ত অবস্থায় তাকে গ্রেফতার করে তিন মাসের দন্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামীকে খুলনা কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক নির্মূল করতে সরকারের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আজকের খুলনা
আজকের খুলনা