• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দাকোপে ভ্রাম্যমাণ আদালতের ৪৫ হাজার টাকা জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১  

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে দাকোপে বানিশান্তা ইউনিয়নের আমতলা ও পশ্চিম বাজুয়ায় আজ বৃহস্পতিবার মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

জনসমাগম বন্ধ করার নির্দেশ প্রদানের পরও তা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় বানিশান্তা ইউনিয়নের আমতলা গ্রামের মাধব গাইনকে এিশ হাজার ও বাজুয়া ইউনিয়নের পশ্চিম বাজুয়ার ফনি ভূষণ মন্ডল কে দশ হাজার টাকা এবং সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নিমূূূল আইন ২০১৮ এর, ৬৬, ও ২৫(২) ধারা মতে বাজুয়া বাজার থেকে মহন মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের নেতৃত্বে সকাল সাড়ে ১১ টায় দাকোপ উপজেলা সহকারী কমিশনার মোতুজা খান, দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী ও আনসার ভিডিপির কর্মকতার উপস্থিতিতে উপজেলার বাজুয়া বাজার, লাউডোব বাজার, বানিশান্তা ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি জনসচেতনতা মূলক প্রচারনার চালানো হয়।

আজকের খুলনা
আজকের খুলনা