• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দাকোপে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

আজকের খুলনা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

খুলনার দাকোপ উপজেলায় ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’-এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের ফুড ফর পিস (দ্বিতীয় পর্যায়)-এর সহযোগিতায় উপজেলা প্রশাসন এ আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনসমাবেশে মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা রাজবুল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, দারিদ্র্র্য বিমোচন কর্মকর্তা রুদ্রা কিশোর রায়, অধ্যক্ষ অসীম কুমার থান্ডার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রার ফিল্ড অফিস ম্যানেজার মাহবুবার রহমান, নবযাত্রা প্রকল্পের গুড গভর্নেন্স সোস্যাল অ্যাকাউন্টিবিলিটি অফিসার স্টিফেন হেমব্রমসহ, সরকারি-বেসরকারি কর্মচারি, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সোস্যাল অ্যাকাউন্টিবিলিটি টেকনিক্যাল অফিসার স্বপ্না রাণী নাগ ও সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড অর্গানাইজার বিপুল বিশ্বাস, ব্রজেন্দ্রনাথ শীল ও তৌফিক হোসেন।

আজকের খুলনা
আজকের খুলনা