• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দাকোপে প্রশাসনের উদ্যোগে ঘূণিঝড় ফণী মোকাবেলায় প্রস্তুতি সভা

আজকের খুলনা

প্রকাশিত: ২ মে ২০১৯  

অতি প্রবল ঘূণিঝড় ফণী বাংলদেশের উপকুলে দিকে এগিয়ে আসায় দাকোপ উপজেলা প্রশাসনে উদ্যোগে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উঠেছে লাল পতাকা, চলছে সচেতনামূলক মাইকিং, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র,মজুদ রাখা হচ্ছে শুকনো খাবার, নৌযান ও মেডিকেল টিম। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০ জন কর্মকর্তার নেতৃত্বে দূর্যোগ মোকাবেলায় কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ ডাঃ পরিতোষ রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা,থানা পুলিশের অফিসার ইনর্চাজ মোঃ মোকাররম হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ননীগোপাল দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিলন ফকির, চালনা পৌর প্যানেল মেয়র আঃ গফুর সানা,অধ্যক্ষ অসিম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাধারণ সম্পাদক জি এম রেজা, সিপিপি কর্মকর্তসহ বিভিন্ন দপ্তরের প্রধান গন ও জিও এনজিও প্রতিনিধি এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দুর্যোগ মোকাবেলায় উপজেলার ৮৩টি সাইক্লোন কাম প্রাথমিক বিদ্যালয়ে সর্বসাধারণে জন্য আশ্রয়কেন্দ্র হিসাবে খোলা রাখা হয়েছে,সচেতনামূলক মাইকিং করা এবং ইউনিয়ন পরিষদ ও সরকারী বে-সরকারী ভবনে দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্র হিসাবে খেলার সুপারিশ করা হয়। 

আজকের খুলনা
আজকের খুলনা