• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ত্রাণ নিয়ে দুর্নীতি বন্ধের হুঁশিয়ারি ইউপি সমিতির সভাপতির

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০  

দেশে করোনাভাইরাসের মতো দুর্যোগকালে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল এবং সরকারের ভাবমূর্তি রক্ষার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে গণমাধ্যমে জরুরি এক বার্তায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল এ আহ্বান জানান।

এ বার্তায় তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন দেশের বিভিন্নস্থানে কতিপয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের দুর্নীতি ও অনিয়মের যে অভিযোগ পাওয়া যাচ্ছে, তা দেশবাসীর কাছে তৃণমূলের জনপ্রতিনিধিদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।   

সভাপতি বলেন, এই দুর্যোগকালে গ্রামের অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে কতিপয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। যার কারণে তৃণমূলের জনপ্রতিনিধিদের নিয়ে জনগণের মাঝে বিরূপ এবং নেতিবাচক ধারণা দেখা দিয়েছে। 

এতে সরকারেরও ভাবমূতি নষ্ট হচ্ছে-- এমন পরিস্থিতিতে চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সমিতির সভাপতি। একই সঙ্গে ত্রাণ নিয়ে যারা অনিয়ম ও দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল।

 তিনি আরও বলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সমিতি- এসব বিষয় নিয়ে খুবই বিব্রত। দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যাদের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাবে, তাদের সংগঠন থেকে বহিষ্কার এবং এই বিষয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে বলেও জানান।  ইতোমধ্যে যারা ত্রাণ নিয়ে দুর্নীতি ও অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা