• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদায় হত্যাকান্ডের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

আজকের খুলনা

প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯  

পূর্ব শত্রুতার জের ধরে তেরখাদা উপজেলার পহড়ডাঙ্গা গ্রামের নাঈম শেখ (২৫) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ১৭ জন সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

৮ আগস্ট বৃহস্পতিবার রাতে তেরখাদা থানায় মামলাটি দায়ের করেন নিহতের মাতা মাফুজা বেগম। মামলা নং-০৫, তারিখ ০৮/০৮/২০১৯ ইং। এ মামলায় জসিম, হাবিবুর ও ওহিদুল নামে ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে জানা যায়; ৭ আগস্ট দিবাগত রাতে নাইমের পিতা হিরু ঘরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা সিদ কেটে ঘরের ভিতরে ঢুকে ঘুমান্ত পিরু শেখের উপর

অতর্কিত হামলা চালায়। পিতার চিৎকার শুনে নাঈম তার পিতাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও লাঠিপেটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। গুরুতর আহত হিরু শেখকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত নাঈম শেখের স্ত্রী ছগিরা বেগম সাত মাসের অন্তঃস্বত্বা। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেকুজ্জামান বলেন, গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে, মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা