• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

তেরখাদা উপজেলার নলিয়ারচর এলাকার দবির উদ্দিন কওমি মাদরাসার ছাত্র এইচ (৭) (ছদ্মনাম) কে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল আলীমের বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ছাত্রের পিতা।

ইউএনও বিষ্ণুপদ পাল বলেন,”অভিযোগ পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়েছিলাম, কিন্তু অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কোন ছাড় নয়”। লিখিত অভিযোগে জানা গেছে, হতদরিদ্র পরিবারের ৭ বছর বয়সের শিশুকে নলিয়ারচর দবির উদ্দিন কওমি মাদরাসায় ভর্তি করেন পিতা। কিছুদিন না যেতেই মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম শিশুটিকে রাতে হাত পা চাপার কথা বলে নিজ কক্ষে নিয়ে যায়। দীর্ঘ সময় ধরে হাত পা চাপার এক পর্যায়ে রাত গভীর হলে শিশুটিকে বলাৎকার করে ঐ প্রধান শিক্ষক।

পরের দিন মাদরাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে মায়ের সাথে বিস্তারিক খুলে বলে শিশুটি। আর মাদরাসায় যাবে না বলে কান্নায় ভেঙ্গে পড়ে। অভিযোগ পত্রের শেষ অংশে আরও বলা হয়েছে, তেরখাদা সদরের মার্কাজ মাদরাার প্রধান শিক্ষক থাকাকালীন একই অভিযোগে চাকুরীচ্যুৎ হয়েছেন ঐ শিক্ষক। অভিযোগ অস্বীকার করেছেন মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল আলিম। তিনি বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

আজকের খুলনা
আজকের খুলনা