• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯  

“জলাতঙ্ক নির্মূলে টিকাদানই মুখ্য” এই প্রতিপাদ্য নিয়ে গতকাল রবিবার তেরখাদায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসাঃ লুৎফুন্নাহার, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ রাফিদ শাহারিয়ার, স্বাস্থ্য পরিদর্শক মোঃ লিয়াকত আলী, সহকারী ডেন্টাল সার্জন ডাঃ আমিনুর রহমান, উপজেলা সেনেটারি কর্মকর্তা কল্যান কুমার কুন্ডু, প্রধান সহকারী মোল্যা হুমায়ুন কবির, ইপিআই টেকনিশিয়ান লস্কার হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা বাহারুল ইসলাম, প্রমুখ। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জলাতঙ্ক সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজকের খুলনা
আজকের খুলনা