• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মানুষের ভোগান্তি

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

মঙ্গলবার রাত থেকে খুলনার তেরখাদা উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। সাধারণ মানুষ ছাতা মাথায় দিয়ে বাইরে বের হচ্ছে। আবহাওয়া অফিস জানায়, উপজেলায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দুই দিন বৃষ্টি হতে পারে বলে তারা ধারণা করছেন। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, মঙ্গলবার বিকাল থেকে তেরখাদার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। গভীর রাতে সামন্য বৃষ্টি হয়। বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে একটু বেশি শীত অনুভূত হচ্ছে। ভোগান্তি ও দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষের।

উপজেলায় এ পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়তে পারে।

আজকের খুলনা
আজকের খুলনা