• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদার ইউএনও বিষ্ণুপদ পাল জনকল্যাণে নিবেদিত এক কর্মকর্তা

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯  

খুলনা জেলার জননন্দিত, সাহসী ও সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে সরকারের অর্পিত সকল কার্যক্রম যথাযথ ভাবে দায়িত্ব পালন করে আসছেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল।

তিনি আইনের শাসন প্রতিষ্ঠা, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ, বাল্য বিবাহ বন্ধ, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়, মাদক, জঙ্গি, শিক্ষার মান উন্নয়ন, সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তেরখাদা উপজেলার সাধারন মানুষের ভালোবাসা জয় করেছেন।

ইতোমধ্যে উপজেলা পরিষদের প্রতিটি দপ্তর, সময় অনুযায়ী নিয়মিত ভাবে চলছে। ইউএনওর এই নানামুখী কর্মকান্ডের গতিশিলতা, অনিয়ম, দুর্ভোগ, দুর্দশা দুর করার প্রচেষ্ঠা অব্যহত রাখতে দাবি জানিয়েছেন তেরখাদা উপজেলার সাধারন মানুষ।

জানা যায়, গত ৪ জুলাই বিষ্ণুপদ পাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন, ইভটিজিং রোধ, বাল্য বিবাহ বন্ধে নানা ধরনের কার্যকারী পদক্ষেপ গ্রহণ, দালাল বা চাটুকারের চাটুকারিতা সম্পূর্ণ রূপে বন্ধ সহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে সাধারন মানুষের কাছে তিনি সেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল বলেন, সবাইকে জানাই আসুন তেরখাদা উপজেলাকে দুর্ণিতি মুক্ত করা সহ সকল উন্নয়ন কর্মকান্ডে বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠা করতে সবাই ঐক্যবদ্ধ হই।

আজকের খুলনা
আজকের খুলনা