• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদা থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে পালিত

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯  

“পুলিশের সাথে কাজ করি, মাদক, জঙ্গী, সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগান সহ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে তেরখাদা থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে’১৯ পালিত হয়েছে। কমিউনিটি পুলিশিং ডে পালনের লক্ষ্যে র‌্যালী, আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০ টায় থানার চত্ত্বর থেকে র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেকুজ্জামান, উপজোলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা পুলিশিং কমিউনিটির সভাপতি বদরু আলম বাদশা, সাধারন সম্পাদক ও উপজেলা পুঁজা উদ্যাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশের কর্মকর্তা, সুধীবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ সহ শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে বলেন, পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করা, পুলিশের কার্যক্রমে জনসংম্প্রিক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা ও গনজাগরণ সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করা সহ নানা বিষয়ের প্রতি আলোচনা করা হয়। আলোচনা শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা