• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তুরস্কে ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে রাশিয়া

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হওয়ায় ঘটনাকে কেন্দ্র করে তুরস্ক ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, তুরস্কের রাজধানী আঙ্কারা দাবি করে এ হামলায় রাশিয়া জড়িত আর আঙ্কারার এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে রাশিয়া তুরস্ক সীমান্তে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে।

রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৩৩ তুর্কি সেনা নিহতের দায় রাশিয়াকে দেওয়ার ঘটনায় রাশিয়া ক্ষেপণাস্ত্র সজ্জিত দুটি যুদ্ধজাহাজ সিরিয়া উপকূলে পাঠিয়েছে।

এর আগে শুক্রবার ভোরে তুরস্কের সেনাদের ওপর এ হামলা চালানো হয়। হামলায় ৩৫ তুর্কি সেনা নিহত হয়েছেন।

আজকের খুলনা
আজকের খুলনা