• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তিলডাঙ্গা ও পানখালী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষনা

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মে ২০১৯  


গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের উপর অগ্রাধিকার দেখিয়ে দাকোপের তিলডাঙ্গা ও পানখালী ইউনিয়নে ২০১৯-২০ সালের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল বুধবার উল্লেখিত পৃথক দুইটি ইউনিয়ন পরিষদের এ বাজেট ঘোষনা করা হয়। বেলা ১১ টায় ৭নং তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান রনজিত কুমার মন্ডলের সভাপতিত্বে এবং সুশীলন নবযাত্রা প্রকল্প ও রুপান্তরের ওয়াশ প্রকল্পের সার্বিক  সহযোগিতায় ইউপি সচিব চিরঞ্জীব রায় তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ সালের ২ কোটি ৯৩ লাখ,১৭ হাজার ৫০৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী  মোঃ শফিকুল ইসলাম,তিলডাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাফিজুর রহমানসহ অত্র ইউনিয়নের সুধাজন। অপরদিকে দিকে দুপুর ১২ টায় ১নং পানখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদেরের সভাপতিত্বে ইউপি সচিব মোঃ শামীমুজ্জামান শেখ পানখালী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ সালের ২ কোটি ৭৪ লাখ,২৪ হাজার ২শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন। এ সময় সন্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফফোরডির জেলা কো-অডিনেটর মোঃ আসাদুজ্জামান,অত্র ইউপির প্যানেল চেয়ারম্যান জ্যোতিশংকর রায়,ইউপি মেম্বর মোঃ ফজলুল করীম,ইউপি মেম্বর লাভলু গাজী, ইউপি মেম্বর মোঃ খোরশেদ শেখ,ইউপি সদস্য শাহিনুর রহমান, ইউপি সদস্য কোহিনুর বেগম বিউটি,দীপ্তি রানী ঢালীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দ।
 

আজকের খুলনা
আজকের খুলনা