• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ শিগগিরই

আজকের খুলনা

প্রকাশিত: ৬ জুন ২০২০  

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছেন, করোনাভাইরাস সংকট মোকাবিলায় সারাদেশে তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুমোদনের ফলে স্বাস্থ্য খাতে নতুন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া আরো এগিয়ে গেল। খুব শিগগিরই এ নিয়োগ শেষ করা হবে।

শুক্রবার তিনি গণমাধ্যমকে আরো বলেন, এখন জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর একসঙ্গে কাজ করে ঠিক করতে হবে কোন প্রক্রিয়ায় নিয়োগটি হবে। প্রধানমন্ত্রী আগেই মৌখিক অনুমোদন দিয়েছিলেন। বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দিলেন।

এই অনুমোদনের ফলে বিভিন্ন হাসপাতালে ১২০০টি মেডিকেল টেকনোলজিস্ট (১২তম গ্রেড), মেডিকেল টেকনিশিয়ানের ১৬৫০টি (১৬তম গ্রেড) এবং কার্ডিওগ্রাফারের ১৫০টি (১৬তম গ্রেড) পদে নিয়োগ হবে।

আজকের খুলনা
আজকের খুলনা