• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি

আজকের খুলনা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯  

দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শনিবার (১০ আগস্ট) রাতে সংগঠনটির দফতর সম্পাদক ফয়জুর মেহেদী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইতোমধ্যে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ২৪ আগস্ট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ২৬ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভর্তি পরীক্ষার সূচি ঠিক করা হয়েছে। উপরে উল্লেখিত তিনটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন পরীক্ষার সময় ঘোষণায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমন্বয়হীনতার প্রকাশ করে। যেখানে সরকারি উচ্চ প্রতিষ্ঠানে আসনের সংখ্যা থেকে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যার ব্যবধান অনেক, প্রতিযোগিতাও বেশি, সেখানে শাবি, রুয়েট ও কুয়েটের মতো প্রতিষ্ঠানে টানা তিন দিন পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও যোগ্যতা তুলে ধরা কঠিন হবে।’

এ অবস্থায় ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তন করে সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি।

আজকের খুলনা
আজকের খুলনা