• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

তামিমের নিজেকে ছাড়িয়ে যাওয়া ইনিংসে বাংলাদেশের রান পাহাড়

আজকের খুলনা

প্রকাশিত: ৩ মার্চ ২০২০  

তামিম ইকবালের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে রানেরা পাহাড় গড়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান তুলেছে স্বাগতিকরা। নিজেকে ছাড়িয়ে যাওয়ার পথে ১৫৮ রানের ঝলমলে ইনিংস খেলেন তামিম।

সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা। প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান লিটন দাস রান আউটের খাড়ায় পড়ে ফিরে যান মাত্র ৯ রানে। একই পথে সাজঘরে ফেরেন নামুল হাসান শান্তও। এরপর মুশফিককে সঙ্গে নিয়ে বিপর্যয় কাটিয়ে দ্রুতই ঘুরে দাঁড়ান তামিম। অর্ধশতক হাঁকিয়ে মুশফিক ফিরে গেলেও লড়াই চালিয়ে যান দেশ সেরা ওপেনার। তুলে নেন ক্যারিয়ারের ১২ শতক। এরমধ্যে ৪১ রানের কার্যকরী ইনিংস খেলে বিদায় নেন মাহমুদুল্লাহ।  ইনিংসের ৪.২ ওভার বাকি থাকতে মুতম্বজির বলে সীমায় মুম্বার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। এরপর মোহাম্মদ মিঠুন এবং মেহেদী মিরাজের ব্যাটের ৩২২ রান তোলে টাইগাররা।

স্কোর: 
বাংলাদেশ ৩২২/৮ (৫০)
তামিম ইকাবাল ১৫৮ (১৩৬)
লিটন দাস ৯ (১৪)
নাজমুল হোসান শান্ত ৬ (১০)
মুশফিকুর রহিম ৫৫ (৫০)
মাহমুদুল্লাহ রিয়াদা ৪১ (৫৭)
মোহাম্মদ মিঠুন 
মেহেদী হাসান মিরাজ  

আজকের খুলনা
আজকের খুলনা