• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তর্কের জেরে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

আজকের খুলনা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

মানিকগঞ্জের দৌলতপুরে মনু মিয়া (৪৫) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তর্কের জেরে প্রতিবেশিরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে জিয়নপুর ইউনিয়নের পংর্তিছা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত সায়েদ আলী মোল্লা ও তার ছেলে রাজিমকে আটক করেছে।

সূত্র জানায়, দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের পংর্তিছা গ্রামে বসবাস ভ্যান চালক মনু মিয়ার। তিনি ওই গ্রামের আব্দুল গনির পালিত পুত্র। চার সন্তানের জনক মনুর সাথে শনিবার বিকেল চারটার দিকে কথা কাটাকাটি হয় প্রতিবেশি সায়েদ আলী মোল্লার। তর্কের জেরে সায়েদ আলীর এসএসসি পরীক্ষার্থী ছেলে রাজিমের সাথে মনুর হাতাহাতির হয়। এরপর সায়েদ ও তার ছেলে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন মনু মিয়াকে। উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, অভিযুক্ত সায়েদ আলী ও তার ছেলে রাজিমকে আটক করা হয়েছে। মনু মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আজকের খুলনা
আজকের খুলনা