• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ঢাকার ৫২টি এলাকা লকডাউন, রাজধানীতে অহেতুক প্রবেশ ও ত্যাগে জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত কয়েকদিনে ঢাকার মোট ৫২টি এলাকা অবরুদ্ধ করা হয়েছে। আর, জনসাধারণের রাজধানী ত্যাগ ও প্রবেশ বন্ধে পুলিশের কঠোর অবস্থানের তৃতীয় দিন আজ।

মঙ্গলবার (৮ই এপ্রিল) করোনার নতুন রোগী শনাক্ত হওয়ায় ঢাকার ৯টি এলাকার গলি ও বাড়ি লকডাউন করেছে প্রশাসন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জনের মধ্যে ২০ জনই ঢাকার বাসিন্দা। এজন্য পুরান ঢাকা, মোহাম্মদপুর, আদাবর, বসিলা, বাড্ডা ও বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন ভবন ও গলি লকডাউন করেছে প্রশাসন।

পুরান ঢাকায় খাজে দেওয়ান লেনের ১ ও ২ নম্বর গলি এবং লালবাগের বড়বাগ মসজিদ এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ায় ওই এলাকার দুইশ ভবন লকড ডাউন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে এসব এলাকার গলি ও বাড়ি থেকে কাউকে ঢুকতে এবং বের হতে দেয়া হচ্ছে না। কারও কিছু প্রয়োজন হলে পুলিশের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়া লকডাউন করা হয়েছে আদাবর ১৭ নম্বর রোড।

এদিকে, রাজধানীতে ঢুকতে বা বের হতে হলে উপযুক্ত কারণ দেখাতে হচ্ছে সবাইকে, নয়তো জরিমানা গুনতে হচ্ছে। অহেতুক আসা-যাওয়া বন্ধে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে ব্যারিকেড ও চেকপোস্ট।

উপযুক্ত কারণ ও প্রমাণ ছাড়া কাউকেই চলাচল করতে দেয়া হচ্ছে না। সাধারণ চলাচলকারীদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ। অনেকের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুষ্ঠু রাখতে বিশেষ করে জনগণের জানমালের নিরাপত্তায় জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বার্থে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজকের খুলনা
আজকের খুলনা