• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ঢাকা থেকে শিশু এনে পাবনায় বিক্রি!

আজকের খুলনা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

ঢাকা থেকে ২২ দিনের এক শিশুকে চুরি করে পাবনায় বিক্রির সময় পুলিশ ৪ জন আটক করেছে।

বুধবার সন্ধ্যায় পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমতপ্রতাপপুর গ্রাম থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

এসময় শিশু বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে হেলাল উদ্দিন (৩২) তার স্ত্রী আমেনা (২৫), মুন্নী বেগম (৪৫) এবং স্বর্ণা বেগম (৩৭) নামের চারজনকে আটক করে।

পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক জানান, কিসমতপ্রতাপপুরের হেলাল উদ্দিন দীর্ঘদিন ঢাকায় শ্রমিকের কাজ করেন। গত ২০ আগস্ট মঙ্গলবার হেলাল ঢাকা থেকে ২২ দিনের একটি শিশুকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন।

বুধবার বিকালে শিশুটিকে স্বর্ণা বেগমের কাছে হস্তান্তরের সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা শিশুসহ ৪ জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পাবনা থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে হেলাল জানিয়েছে, শিশুটির মা বাবা পাবনায় পৌঁছে দেয়ার জন্য শিশুটিকে তার কাছে দিয়েছিল। কিন্তু সে শিশুর মা বাবার নাম পরিচয় জানে না বলে জানান। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সদর থানা পুলিশের একটি দল বুধবার রাতে হেলালকে নিয়ে ঢাকায় রওনা দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, শিশু চুরি বা বিক্রির ঘটনা নিশ্চিত হওয়ার জন্যই পাবনা জেলা পুলিশের একটি দল ঢাকায় রওয়ানা হয়েছে। সেখান থেকে চুরির ঘটনা নিশ্চিত হওয়া গেলে পুলিশি হেফাজতে থাকা এই ৪ জনকে গ্রেফতার দেখানো হবে।

আজকের খুলনা
আজকের খুলনা