• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডেবরাইপ্যাঁচ ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ইসলামপুর-উলিয়া বাজার সড়কের ডেবরাইপ্যাঁচ ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভেঙে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

এলাকাবাসী জানায়, সম্প্রতি বন্যার কারণে ইসলামপুর-উলিয়া বাজার হয়ে মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজার রোডে জিসিআর পাকা রাস্তার চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপ্যাঁচ ব্রিজের দক্ষিণ পাশের অ্যাপ্রোচ সড়ক ধসে যায়।

এলাকাবাসী আরও জানায়, বন্যা পরবর্তী ওই ব্রিজের অ্যাপ্রোচ সড়ক মেরামত করতে উপজেলা পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই টাকা নিয়ে কিছু বালির বস্তা ডাম্পিং করা হলেও নিম্নমানের কাজ করায় আবারও সেটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে উপজেলা সদরের সঙ্গে অন্য কোনও বিকল্প রাস্তা না থাকায় এলাকার লোকজনসহ পথচারীদের যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ‘উপজেলা সদরের সঙ্গে একমাত্র পাকা ব্রিজের অ্যাপ্রোচ সড়ক দেবে যাওয়ায় বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

ব্রিজের অ্যাপ্রোচ সড়ক মেরামতে নিম্নমানের কাজ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কাজ নিম্নমানের হয়নি। তবে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম ছিল।’

উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী আবু সালেহ মো. ইউসুফ বলেন, ‘ব্রিজের অ্যাপ্রোচ সড়ক মেরামত কীভাবে করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আজকের খুলনা
আজকের খুলনা