• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় ৭৭ পিস কচ্ছপসহ পাচারকারী আটক

আজকের খুলনা

প্রকাশিত: ৪ মার্চ ২০২০  

খুলনার ডুমুরিয়ায় ৭৭ পিস কচ্ছপসহ রমেশ মিস্ত্র (৩৪) নামের এক কচ্ছপ পাচারকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৪ মার্চ) রাত ১ টায় খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন ঘোনা বান্ধা গ্রাম থেকে তাকে আটক করে। বিকেল সাড়ে ৪ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৬। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রমেশ মিস্ত্রকে আটক করা হয়েছে। এসময়ে তার দখলে থাকা ৪ টি চটের বস্তার মধ্য থেকে ছোট বড় মোট ৭৭ টি কচ্ছপ উদ্ধার করা হয়। আটক রমেশ খুলনা জেলার ডুমুরিয়া থানার ঘোনা বান্ধা গ্রামের মৃত অতুল মিস্ত্রির ছেলে। সে কুমিল্লার চাঁদপুর, ঢাকা বিক্রমপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে গোপনে কচ্ছপ এনে নিজ এলাকায় বিক্রি করে বলে স্বীকার করেছে। এছাড়ও সে কচ্ছপ পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট থেকে জানা গেছে। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ১৯২৭ সনের বন আইন ও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা