• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় যুব দিবস পালিত

আজকের খুলনা

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯  

যুব সমাবেশ,র‌্যালী,বৃক্ষরোপন,আলোচনা সভা,যুবঋণ ও যুব কল্যাণ তহবিলের চেক বিতরণ,পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শুক্রবার ডুমুরিয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়। দিবস’র এবারের প্রতিপাদ্য“দক্ষ যুব গড়বে দেশ বঙ্গবন্ধু’র বাংলাদেশ”।

শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে নির্বাহি অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা সমবায় কর্মকর্তা সেলিম আখতার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সহকারি কর্মকর্তা প্রীতিশ রায়, খামারি রিয়াজ মল্লিক, কিশোর কুমার মন্ডল, সোপেন রেজা, জীবন রতন কর, জাহিদ হাসান ও ওহিদুজ্জামান প্রমুখ। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ৫জন যুব ও যুব মহিলাদের মাঝে ২লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে র‌্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেণী’র মানুষ অংশ গ্রহণ করে।

আজকের খুলনা
আজকের খুলনা