• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় ফলজ,বনজ ও ঔষধী গাছ রোপন’র উদ্যোগ

আজকের খুলনা

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  

সরকারের ঘোষনা অনুযায়ী ফলজ,বনজ ও ঔষধী গাছ ডুমুরিয়ার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজার এবং সরকারী জায়গা গুলোতে পরিবেশ রক্ষার্থে এ সব গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা থেকে মাদকদ্রব্য নির্মূল করার লক্ষে সচেতনতা মূলক সভা ও অভিযান অব্যহত রাখা হবে। ১লা অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচী পালন করা হবে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম সাংবাদিকদের এ কথা বলেন।

গতকাল এক ঘরোয়া পরিবেশে এ আলোচনা করা হয়। তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে এই সবুজের সমারহ গড়ে তোলা হবে। ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নে কয়েক লক্ষ চারা রোপন করা হবে। গাছগুলোর সার্বিক তত্ববধনে থাকবে এলাকার যুব সমাজ।

আজকের খুলনা
আজকের খুলনা