• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় পাউবোর জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ মার্চ ২০২০  

সরকারি জমি উদ্ধারে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা সদরের থানা ও দুধবাজার সড়কের দু'পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে।

ডুমুরিয়া পাউবোর শাখা কর্মকর্তা মো. হাসনাতুজ্জামান জানান, অবৈধ দখলদারদের স্থাপনা সরাতে সতর্ক করা হলেও কেউ কর্ণপাত করেনি। তাই উপজেলা সদরের থানা ও দুধবাজার সড়কের দু'পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রথমে অর্ধশতাধিক ছোটখাটো স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে আগামী সোমবার একই স্থানে এক্সক্যাভেটর দিয়ে বড় বড় স্থাপনা, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক ভবন, মাছ ও সবজি বাজার ও বহুতল ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। এর পর সিনেমা হল এলাকা, মুক্তিযোদ্ধা, হাসপাতাল মোড়সহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হোসেন জানান, তিনি মোটা অঙ্কের টাকা দিয়ে জমি কিনে কোটি টাকা ব্যয় করে তৃতীয় তলা ভবন নির্মাণ করেছেন। তিনি জানতেন না, জমিটি পাউবোর। একই অবস্থা প্রায় অর্ধশতাধিক মানুষের। বিষয়টি খতিয়ে দেখা উচিত।

আজকের খুলনা
আজকের খুলনা