• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী ডুঙ্গা বাইচ

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

ডুমুরিয়ার শেয়ারঘাটা খালে শনিবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত বাংলার ঐতিহ্যবাহী ডুঙ্গা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

ডুমুরিয়া ইয়াংষ্টার ক্লাব এর আয়োজন করে। ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে রং-বেরঙ্গের ডুঙ্গা অংশ নেয় এই আয়োজনে। প্রয়াত বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের বিখ্যাত গান ‘কোন মিস্ত্রী নাও বানাইলো, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খী নায়’- লাভু সরদার’র পরিচালনায় ডুঙ্গা বাইচ উপভোগ করেন ডুমুরিয়ার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ। ডুঙ্গা বাইচ প্রতিযোগীতায় চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রায় অর্ধ কিলোমিটার দুরত্ব থেকে ডুঙ্গা বাইচ শুরু হয়। ওই প্রতিযোগীতায় ১২টি ডুঙ্গা অংশ গ্রহণ করে। পরে বিজয়ী ৩জনকে পুরস্কৃত করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা