• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়া সহকারী ভূমি অফিসের বস্তা বস্তা কাগজপত্র নষ্ট

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

ডুমুরিয়ার সহকারী ভূমি অফিসের বস্তা বস্তা কাগজ পত্র নষ্টর খবর ছড়িয়ে পড়ায় এলাকার জমির মালিকদের মধ্যে ভয় কাজ করছে।

সোমবার সকালে সহকারী ভূমি অফিসের লোকজন পতিত কাগজ পত্র নাড়াচাড়া করায় মানুষে মনে সন্দহ হয়। পরে আস্তে আস্তে লোকজন ওই স্থানে জড়ো হতে থাকে। এক পর্যায় লোকজন জানতে পারে অফিসে অডিট চলছে। অনেক কাগজপত্র অফিসে ঠিকঠাক মত পাওয়া যাচ্ছে না। তাই অফিসের বাহিরে ফেলে রাখা রোদ-বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়া কাগজপত্র গুটাগুটি করা হচ্ছে। জরুরী এসব কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ায় জমির অনেক মালিক তাদের কাগজপত্র পাওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে।

জানাযায়,উপলোর বরাদ্দ অর্থে রেকর্ডরুম’র ভবন ২০১৮-২০১৯ অর্থবছরে নির্মাণ করা হয়েছে। সেই সুবাদে অফিসের দায়িত্বহীন কর্মচারীরা সকল কাগজপত্র অফিসের ফিছনে ফাঁকা জায়গায় ফেলে রাখে। এতে অনেক কাগজপত্র রোদ-বৃষ্টিতে অকাজো হয়ে পড়েছে। এ সকল কাগজপত্রে মধ্যে জমির মালিকদের রেকর্ড পত্র,খাজনার মুড়ি বই,দলিল,সিএস,এসএ খতিয়ানসহ বিভিন্ন জরুরী কাগজপত্র দেখা যায়।

এ বিষয় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সঞ্জিব দাস বলেন,অনেক পুরনো কাগজপত্র নষ্ট করার নিয়ম আছে। তবে এসব কাগজপত্র রেকর্ডরুম সংস্কারের সময় রাখা হয়েছে বলে জানতে পারি। আমি এ অফিসে যোগদান করার আগে এটি করা হয়েছে। তারপরেও বাহিরে ফেলে রাখা কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে।

আজকের খুলনা
আজকের খুলনা