• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডায়াবেটিস জার্নি অ্যাপ চালু

আজকের খুলনা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং চিকিৎসকদের সুবিধার্থে অ্যাপ্লিকেশনভিত্তিক ডায়াবেটিস চিকিৎসা সহায়িকা ডায়াবেটিস জার্নি চালু করা হয়েছে। নতুন গাইডলাইনের উপর ভিত্তি করে অ্যাপটি তৈরি করেছে নভো নরডিস্ক ও বাডাস। 

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই গাইডলাইন ও অ্যাপটি উদ্বোধন করা হয়। এছাড়া অনুষ্ঠানে ডায়াবেটিস চিকিৎসা গাইডলাইন প্রকাশ করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) ও স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল প্রোগ্রাম যৌথভাবে এই ডায়াবেটিস কেয়ার বাডাস গাইডলাইন ২০১৯ প্রণয়ন করেছে।

বাডাস’র সভাপতি অধ্যাপক একে আজাদ খান বলেন, গাইডলাইনটি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা রূপরেখার মানউন্নয়নে ভূমিকা রাখবে। এই অ্যাপটি রোগের ধরন ও রোগীদের প্রয়োজন বুঝে সঠিক চিকিৎসা পরামর্শ দিতে চিকিৎসকদের জন্য সহায়ক হবে।

আজকের খুলনা
আজকের খুলনা