• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ডা. উত্তম দেওয়ানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আজকের খুলনা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ (কনসালটেন্ট) ডা. উত্তম দেওয়ানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর শিশু হাসপাতালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন হাসপাতালটির সর্বস্তরের চিকিৎসকরা। মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর শফি আহমেদ ডা. উত্তম দেওয়ানের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীর দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ চেম্বারে সাবেক সহকর্মীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন ডা. উত্তম দেওয়ান। আশঙ্কাজনক অবস্থায় তকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) মহাসিন গাজীকে ধারালো ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়।   

অভিযুক্ত মহাসিন গাজী পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে। তিনি বর্তমানে নড়াইল জেলা সদরের উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) হিসেবে কর্মরত।

আজকের খুলনা
আজকের খুলনা