• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ঠাণ্ডাজ‌নিত রো‌গে হাসপাতালে চাপ বাড়ছে আক্রান্তদের

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯  

টানা দু'সপ্তাহ কনক‌নে ঠাণ্ডা আর হি‌মেল বাতা‌সে দ‌ুর্ভোগ পোহাচ্ছেন খুলনার কয়রা উপজেলার দ‌রিদ্র মানু‌ষ। এদিকে, ঠাণ্ডাজ‌নিত রো‌গে হাসপাতালগু‌লো‌তে বে‌ড়েই চ‌লে‌ছে শিশু ও বয়স্ক‌দের চাপ।

কনক‌নে হি‌মেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢে‌কে থাকা পথঘাটে বাস করা দ‌রিদ্র ছিন্নমূল মানু‌ষের কা‌ছে এক একেকটি রাত সীমাহীন ক‌ষ্টের বোঝা হ‌য়ে দেখা দিচ্ছে। গত দু'সপ্তাহ জু‌ড়েই মৃদু শৈত্য প্রবাহ আর কনক‌নে ঠান্ডা বাতাসে কা‌হিল জনজীবন। ‌এ অবস্থায় ছিন্নমূল মানু‌ষেরা গরম কাপ‌ড়ের আশায় বিত্তবান‌দের সহানুভূতি কামনা কর‌ছেন ।

অসহনীয় এ শীত সবচে‌য়ে বে‌শি ক‌ষ্টের কারণ হ‌য়ে‌ দেখা দি‌য়ে‌ছে শিশু ও বয়স্ক‌দের জন্য । শিশুরা ডায়‌রিয়া, নিউমোনিয়া ও বয়স্করা শ্বাস ক‌ষ্ট রো‌গে আক্রান্ত হ‌চ্ছেন। এ কার‌ণে উপজেলার হাসপাতা‌ল গুলোতে প্রচণ্ড চাপ বে‌ড়ে‌ছে শিশু ও বয়স্ক রোগীদের।

এ অবস্থায় রোগ বালাই থে‌কে নিরাপদ থাক‌তে বা‌সি খাবার প‌রিহার ও শিশু‌দের সকা‌লে বের না করার পরামর্শ এই চি‌কিৎসক‌ের।

আজকের খুলনা
আজকের খুলনা