• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি নিহত, ব্যাখ্যা দিল বিএসএফ

আজকের খুলনা

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনার ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। েশুক্রবার (০৩ এপ্রিল) বিএসএফ এর পক্ষ থেকে এই ব্যাখ্যা দেওয়া হয়।

বিএসএফ এর ব্যাখ্যায় উল্লেখ করা হয়, পহেলা এপ্রিল রাত ৮টা ৫০ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের চাকলাগড় ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে এক দুর্ঘটনা ঘটে। সেখানে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে ফেনসিডিলি পাচার করা হচ্ছিল। সতর্ক করার পরও চোরাকারবারিরা সেসময় বিএসএফ এর পেট্রোলরত সদস্যদের ওপর আক্রমণ করে। একইসঙ্গে সীমান্তে বেড়া কেটে ফেলে। সেসময় বাধ্য হয়েই সীমান্ত রক্ষীবাহিনী গুলি চালায়। তখন চোরাকারবারিরা পালিয়ে যায়। তাদের মধ্যে একজন আহত হয়। পরে আহত ব্যক্তির মৃত্যু হয়।

এর আগে গত বছর ঢাকায় দুই দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার ৬ষ্ঠ মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে বৈঠকে সীমান্তে ফেনিসিডিলসহ মাদক চোরাচালন প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

 

আজকের খুলনা
আজকের খুলনা