• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

টেকনাফে ১৪ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আদায়

আজকের খুলনা

প্রকাশিত: ২ আগস্ট ২০১৯  

কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরে ২০১৯-২০ অর্থবছরের জুলাই মাসে ৩৫৭টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১৪ কোটি ৭০ লাখ ১২ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। জুলাই মাসে ৬৮ কোটি ৬৪ লাখ ৩৬ হাজার টাকার পণ্য মিয়ানমার হতে আমদানি হয়েছে। অপরদিকে ৩৬টি বিল অব এক্সপোর্টের বিপরীতে ১ কোটি ২০ লাখ ১০ হাজার টাকার পণ্য মিয়ানমারে রপ্তানী হয়েছে।

এছাড়া শাহপরীর দ্বীপ করিডোরে মিয়ানমার থেকে ৬ হাজার ৭৪৪টি গরু, ৩ হাজার ৩৫১টি মহিষ আমদানি করে ৫০ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়েছে।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. ময়েজ উদ্দিন বলেন, চলতি অর্থবছরের প্রথম মাসে স্থানীয় ব্যবসায়ীরা আমদানি ও রপ্তানি করায় ১৪ কোটি ৭০ লাখ ১২ হাজার টাকা রাজস্ব আয় হয়।

তিনি আরও বলেন, গতমাসে ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ কাঠ, মাছ ও গরু আমদানী করায় এ রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা