• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

টি-টোয়েন্টিতে ব্রাভোর অনন্য রেকর্ড

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০  

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলক গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বুধবার সকালে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষে ম্যাচে ওপেনার রাহকিম কর্নওয়ালকে ফিরিয়ে দিয়ে এই অনন্য রেকর্ড গড়েছেন তিনি। সিপিএলে এটি তার ১০০তম উইকেট।

খুদে ফরম্যাটে অভিষেক হওয়ার ১৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার নিজের ৪৫৯তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন।

টি-টোয়েন্টির স্পেশালিস্ট ক্রিকেটার ব্রাভো। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর টি-টোয়েন্টি ক্রিকেটেই মনোযোগী ৩৬ বছর বয়সী এ ক্যারিবিয়ান মিডিয়াম পেসার।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় ব্রাভোর পর দ্বিতীয় স্থানে রয়েছেন লাসিথ মালিঙ্গা। ২৯৫ ম্যাচে শ্রীলংকার ফাস্ট বোলার নিয়েছেন ৩৯০ উইকেট। তৃতীয় স্থানে থাকা সুনিল নারিন ক্যারিয়ারে ৩৩৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৮৩ উইকেট নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে ও ৬৬টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ২২০০, ২৯৬৮ ও ১১৪২ রান করেছেন। পাশাপাশি ৮৬, ১৯৯ ও ৫২ উইকেট নিয়েছেন ব্রাভো।

আজকের খুলনা
আজকের খুলনা