• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

‘টনক নড়লো’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৩০ অক্টোবর) পাঠানো বিশ্ববিদ্যালয়ের প্রেসবিজ্ঞপ্তিতে ‘২০১৮ সালের ০২ নভেম্বর’ থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ শুরু কথা উল্লেখ করা হয়। যা ভুল।

এ নিয়ে বুধবার ‘বাংলানিউজে’ একটি সংবাদ প্রকাশিত হয়। মূলত এরপরই টনক নড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে ‘ভুল তথ্যে’র জন্য কোনো ধরনের দুঃখপ্রকাশ কিংবা শিক্ষার্থীদের বিভ্রান্তিতে ফেলানোর বিষয়ে কিছু জানানো হয়নি।

আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের সই করা ‘সংশোধিত প্রেসবিজ্ঞপ্তি’ পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ অনলাইনে ০২/১১/২০১৯ থেকে শুরু হয়ে ২৪/১১/২০১৯ তারিখ পর্যন্ত চলবে। ফরম পূরণ সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/honours) থেকে জানা যাবে। পরীক্ষার সময়সূচী এবং অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে।’

এর আগে বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ অনলাইনে ০২/১১/২০১৮ থেকে শুরু হয়ে ২৪/১১/২০১৯ তারিখ পর্যন্ত চলবে।’

এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। অনেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও ভুল বিজ্ঞপ্তির সমালোচনা করেন।

আজকের খুলনা
আজকের খুলনা