• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

টঙ্গীতে নিজ হাতে রোবট তৈরি করল শিক্ষার্থীরা

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

‘নিজের হাতে রোবট বানাই’-এ স্লোগানকে সামনে রেখে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া নিউবেস্নান স্কুলে আজ শনিবার দুপুরে ‘কল্পনা’ নামক একটি রোবট তৈরি করল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উদ্বাবনী শক্তি বৃদ্ধি ও মেধা-মনন বিকাশে এ ব্যতিক্রমী শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। দেশের নামকরা ১৫জন রোবট তৈরি প্রকৌশলীর সার্বিক তত্ত্বাবধানে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে রোবট তৈরির কাজ। পরে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের তৈরি ‘কল্পনা’ নামক রোবটের প্রদর্শণী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নিউবেস্নান স্কুলের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইসিটি উপসচিব লুৎফর রহমান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জি. এম এম হেলাল উদ্দিন প্রমুখ।

 

আজকের খুলনা
আজকের খুলনা