• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ঝুঁকিপূর্ণ ব্রিজে পারাপার

আজকের খুলনা

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ১০ গ্রামের মানুষের উপজেলা সদরে যাওয়ার পথে বানাতিপাড়া খালের ওপর ব্রিজের বেহাল দশা। তা দিয়ে ঝুঁকি নিয়ে পথচারীরা পার হচ্ছে। ব্রিজের লোহার কয়েকটি পিলার ভেঙে গেছে। স্থানীয়রা ভাঙা পিলারে বাঁশ বেঁধে ব্রিজের নিচে জোড়া দিয়েছে। ব্রিজের অনেক লোহার পাত মরিচা পড়ে বাকা হয়ে গেছে। কাঠের পাত ভেঙে সেই স্থান ফাঁকা হয়ে গেছে। ব্রিজটি পারাপারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বহু বছর আগে বানাতিপাড়া খালের উপর ব্রিজটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। নির্মাণের পর সংস্কার কিংবা পুনঃনির্মাণের উদ্যোগ নেয়া হয়নি।

সরেজমিন ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ব্রিজ দিয়ে পার হয়ে বানাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া দাখিল মাদ্রাসা ও জনতা মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছে। ১০টি গ্রামের বাসিন্দাদের সড়ক পথে উপজেলা সদর ও বানাতিপাড়া হাটে যায় এই ব্রিজ দিয়ে। ব্রিজের যে অবস্থা তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্রিজ দিয়ে সাইকেলে, মোটরসাইকেল ছাড়া অন্য যানবাহন চলতে পারে না। অসুস্থ রোগী কিংবা গর্ভবতী নারীদের উপজেলা হাসপাতালে নিয়ে যেতে হয় নৌকায় করে। ছোনখোলা গ্রামের বাসিন্দা রফিক মিয়া জানান, যেকোনো সময় ব্রিজটি ভেঙে যেতে পারে। এটি নির্মাণে কেউ উদ্যোগ নিচ্ছে না।

জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, ব্রিজটি পার হতে তারা ভয় পায়। অসাবধানতাবশত বই, খাতা ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, ব্রিজ নির্মাণের লক্ষ্যে উপজেলা পরিষদে প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি নিজ অর্থায়নে ব্রিজ মেরামত করে দিয়েছেন। তবে নির্মাণের আগ পর্যন্ত ব্রিজ দিয়ে যানবাহন চলতে পারবে না। 

আজকের খুলনা
আজকের খুলনা