• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ঝিনাইদহে এক কুকুরের কামড়ে ৩২ জন আহত

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

ঝিনাইদহের শৈলকুপায় একটি কুকুরের কামড়ে প্রায় ৩২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা পাইকপাড়া ও বি-প্রবগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বিকেলে কুকুরটিকে মেরে ফেলেছে গ্রামবাসী। আহতদের মধ্যে কবিতা, মোস্তফা, পলি, রেখা, সোহাগ, আছিয়া, আলফাজ, সুইটি, মেধা, ফারজানা, সুমাইয়া ও মানিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বি-প্রবগদিয়া গ্রামের বাসিন্দা লাল্টু কাজী জানান, দুপুর দেড়টার দিকে পাইকপাড়া গ্রামের একজনকে কামড় দেয় একটি কুকুর। পরে তাকে তাড়া দিলে রাস্তা দিয়ে যাওয়ার সময় একে একে নারী, শিশু, বয়স্ক সহ পাইকপাড়া ও বি-প্রবগদিয়া গ্রামের অন্তত ৩২ জনকে কামড় দেয়। পরে বি-প্রবগদিয়া গ্রামের মানুষ জড়ো হয়ে কুকুরটিকে ধরে পিটিয়ে মেরে ফেলে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. সাজ্জাদ রহিমী জানান, কুকুরে কামড়ানো ১২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক না।

আজকের খুলনা
আজকের খুলনা