• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ঝিনাইগাতীতে মানবাধিকার দিবস পালিত

আজকের খুলনা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযান’ এ প্রতিপাদ্যে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলার কারিতাস সিডস কর্মসূচি, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), মরিয়মনগর ওয়াইএমসিএ’র যৌথ আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সকাল দশটায় মরিয়মনগর কারিতাস সিডস কর্মসূচির কার্যালয় চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন। এসময় একটি শোভাযাত্রা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
 
পরে কারিতাসের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এফএলএ সহকারী মাঠ কর্মকর্তা মনোজ দ্রং। এতে বক্তব্য দেন উপজেলা সিবিএনসি ও টিডব্লিউএ’র সাধারণ সম্পাদক অসীম ম্রং, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী শাখার সহ-সভাপতি সৈৗহাদ্য চিরান, মরিয়মনগর ওয়াইএমসিএ’র সাধারণ সম্পাদক হেমার্শন চিরান প্রমুখ।

এতে কিশোরী সংলাপের সদস্য, এসআরজি দলের সদস্য, বাগাছাস, মারিয়মনগর ওয়াএমসিএ’র সদস্যসহ শতাধিক আদিবাসী নাগরিক অংশগ্রহণ করেন।

আজকের খুলনা
আজকের খুলনা