• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জেদ্দায় কারফিউয়ের সময় বাড়ল

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

করোনাভাইরাসের বিস্তাররোধে সৌদিতে সরকার ঘোষিত ২১ দিনের আংশিক কারফিউতে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেদ্দায় কারফিউয়ের সময় আরও বাড়িয়েছে। সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে জেদ্দার কারফিউয়ের সময়। রোববার (২৯ মার্চ) থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ২৬ মার্চ থেকে দেশটির অন্যতম পবিত্র ও ব্যস্ততম এলাকা মক্কা, মদিনা ও রাজধানী রিয়াদে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউর নিয়ম কার্যকর হয়।

এর আগে ২৩ মার্চ থেকে দেশটিতে ২১ দিনের আংশিক কারফিউ শুরু হয়। তখন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউর সময় ঘোষণা করা হয়। পরে মক্কা, মদিনা, রিয়াদ এবং সর্বশেষ জেদ্দা এই চারটি শহরে এসময় বাড়িয়ে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৬টা করা হয়।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদিতে এখন পর্যন্ত ১ হাজার ২০৩ জন আক্রান্ত হয়েছেন। প্রাণ গেছে চারজনের। সর্বশেষ তথ্যানুযায়ী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৬ লাখ ৬০ হাজার ১৫০ জন আক্রান্ত হয়েছে এবং ৩০ হাজার ৬৪২ জন মারা গেছেন।

আজকের খুলনা
আজকের খুলনা