• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জুয়াড়িদের ফাঁদ এবং আইসিসির সতর্কবার্তা

আজকের খুলনা

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  

গোটা বিশ্বের প্রায় পুরোটা জুড়েই এখন লকডাউন! করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। স্থবির জনজীবন। নেই মাঠের খেলাও। ক্রিকেট বিশ্ব থমকে আছে। তারপরও বেশ সক্রিয় ক্রিকেট জুয়াড়িরা। এই কথা শুনিয়ে বিভিন্ন দেশের বোর্ডগুলোকে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (‌আইসিসি)‌ দুর্নীতিদমন শাখা।

দুর্নীতিদমন শাখার প্রধানর অ্যালেক্স মার্শাল জানাচ্ছিলেন, এখন ক্রিকেটাররা সময় কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এ সময় পরিচত দুর্নীতিবাজরা সে সুযোগ কাজে লাগিয়ে ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করবে।

মার্শাল বলেন, ‘‌দেখুন, গৃহবন্ধী এ সময়টাতে খেলোয়াড়রা সোশ্যাল মিডিয়ায় একটু বেশিই সক্রিয়। দেখেছি- পরিচিত দুর্নীতিবাজরা এই সুযোগগুলো কাজে লাগায়। ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায় ওরা। সামনে এই সুযোগটা তারা কাজে লাগাতে চাইবে।’‌

প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডকে এনিয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছে আইসিসি। আবার বোর্ড কর্তারাও এনিয়ে পরামর্শ দিচ্ছেন তাদের ক্রিকেটারদের। কারণ ভুলের ফাঁদে পা দিলে রেহাই নেই। খোদ বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এভাবেই জুয়াড়িদের ফাঁদে পা দিয়ে এখন নির্বাসিত। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ তিনি।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দুর্নীতিদমন বিভাগের প্রধান জেমস পিয়েমন্ট জানাচ্ছিলেন, ‘‌এমন সঙ্কটের সময়ে সুযোগ খোঁজে অনেকেই। অবশ্যই এ বিষয়ে সজাগ থাকতে হবে আমাদের।’‌‌

আজকের খুলনা
আজকের খুলনা