• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, তাপমাত্রাও

আজকের খুলনা

প্রকাশিত: ৭ আগস্ট ২০২০  

প্রকৃতির অস্বাভাবিক আচরণ যেন ক্রমেই বেড়েছে চলেছে। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে গত জুলাই মাসে। প্রচুর বৃষ্টি হলেও আবার এ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি ছিল তাপমাত্রাও। আগস্ট মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, জুলাইয়ে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ১১ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে বরিশালে স্বাভাবিকের চেয়ে কম এবং ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ৯ থেকে ১৩ জুলাই দেশের অনেক স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়। এ মাসে দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ২০২ মিলিমিটার হয়েছে নীলফামারীর ডিমলায়, যা রেকর্ড হয়েছে ১ জুলাই।

প্রতিবেদনে আরও বলা হয়, জুলাইয়ে গড়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১ দশমিক ৩ এবং দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে (২৬ জুলাই) এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে (২৬ জুলাই)।

আজকের খুলনা
আজকের খুলনা