• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জুম্মার নামাজে সচেতনতামূলক বক্তব্য ও বিশেষ দোয়ার আহ্বান

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

করোনা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইমাম পরিষদ-খুলনার নেতৃবৃন্দের সাথে এক সভা বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। 

সভায় আগামীকাল শুক্রবার জুম্মার খুতবায় মসজিদে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তৃতা রাখা এবং জুম্মা পরবর্তী বিশেষ দোয়া মাহফিল আয়োজনের আহবান জানানো হয়। 

এছাড়া সভায় সিটি মেয়র নগরীর সকল মসজিদের ইমামগণের নিকট পত্র ও লিফলেট প্রেরণ করা হয়েছে বলে ইমাম পরিষদের নেতৃবৃন্দকে অবহিত করেন এবং লিফলেটে বর্ণিত বিষয়সমূহ মুসল্লীদের অবহিত করার জন্য ইমাম নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। ইমাম পরিষদ নেতৃবৃন্দ সিটি মেয়রের সাথে একমত পোষণ করেন এবং এ সংকট প্রতিরোধ ও মোকাবেলায় সকলের নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন বলে উল্লেখ করেন। 

ইমাম পরিষদ-খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা মো: সালেহ, সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমেদ ও মাওলানা আ খ ম জাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক মাওলানা মো: মিরাজুল হক, কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাছির উদ্দিন কাশেমী, নগর ভবন মসজিদের ইমাম হাফেজ মো: হাবিবুল্লাহ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। 

আজকের খুলনা
আজকের খুলনা