• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

জুটিটা জমতে না জমতেই ফিরে গেলেন তামিম

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

শুরুতেই ওপেনার সাইফ হাসানের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রাথমিক চাপ সামল দেন তামিম ইকবাল। কিন্তু শান্তর সঙ্গে জুটিটা জমতে না জমতেই বিদায় নিলেন তামিম। ৩০তম ওভারে টিরিপানোর বলে উইকেটের পেছনে চাকাভার হাতে ক্যাচ দেন তিনি। বিদায়ের আগে স্কোরকার্ডে ৪১ রান যোগ করেন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ৯৭ রান তুলেছে বাংলাদেশ। শান্তকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন অধিনায়ক মুমিনুল হক।

এদিকে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

এর আগে রাহি-তাইজুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় দিনে ভালো সূচনা পায় টাইগাররা। দিনের সপ্তম ওভারে দলীয় ২৪০ রানে ডোনাল্ড টিরিপানোর উইকেট শিকার করেন আবু জায়েদ রাহি। ৪ রান পরই এইন্সলেকেও প্যাভিলিয়নে পাঠান এই টাইগার পেসার।

এরপর চার্লটন তাসুমাকে শূন্য হাতে ফিরিয়ে, ম্যাচে নিজের প্রথম উইকেট শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত ২৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। নাইম ও রাহি ৪টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে দলীয় ১৮ রানে সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। শান্তকে নিয়ে এখন ইনিংস গড়ার চেষ্টা করছেন তামিম।

এরআগে, অধিনায়ক আরভিনের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২২৮ রান তুলে প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে।

স্কোর:

জিম্বাবুয়ে (প্রথম ইনিংস) ২৬৫ (১০৬.৩) মাসভাউরে ৬৪, এরভিন ১০৬, চাকাভা ৩০; আবু জায়েদ রাহি ৪/৭১, নাঈম হাসান ৪/৭০, তাইজুল ২/৯০।
বাংলাদেশ (প্রথম ইনিংস): ৯৭/২ (৩২.২) সাইফ ৮, তামিম ৪১, শান্ত ৪৪*, মুমিনুল ১*।

আজকের খুলনা
আজকের খুলনা