• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

জাম্বুরার রয়েছে অভাবনীয় গুণাগুণ

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

দেশী ফলগুলোর মধ্যে জাম্বুরা অন্যতম। টক-মিষ্টি স্বাদের এই ফলটির ইংরেজি নাম ‘পমেলো’ এবং বৈজ্ঞানিক নাম ‘সিত্রাস ম্যাক্সিমা’। বিভিন্ন ভাষায় এটি পামেলা, জাবং, সেডক ইত্যাদি নামে পরিচিত। কাঁচা অবস্থায় এটি দেখতে সবুজ। পাকলে হালকা সবুজ অথবা হলুদ রংয়ের হয়।

প্রতি ১০০ গ্রাম জাম্বুরার মধ্যে ক্যালোরি আছে ৩৭ কিলো ক্যালোরি, শর্করা ৯.২ গ্রাম, মুক্ত চিনি থাকে ৭ গ্রাম, সামান্য খাদ্যআঁশ, প্রোটিন ও ফ্যাট বর্তমান। বিটা ক্যারোটিনের পরিমাণ ১২০ মা.গ্রা., ভিটামিন ৬০ গ্রাম, ভিটামিন 'বি'ও থাকে। ক্যালরি কম থাকায় ডায়াবেটিস ও স্থুলকায়দের জন্য খুবই উপকারী ফল।

জাম্বুরার উপকারিতা-

১) এসিডিটি বা গ্যাস প্রতিহত করে।

২) বায়োফ্লভনয়েড বেশি থাকায় ব্রেস্ট ক্যান্সারের সংক্রমণ থেকে রক্ষা করে।

৩) ভিটামিন 'সি' বেশি থাকায় রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বাড়ায়।

৪) ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরে ঘা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে।

৫) ওজন কমানোয়ও বিশেষ ভূমিকা রাখে।

৬) রক্ত পরিষ্কারের ক্ষমতা থাকায় দেহে কোনো ধরনের বিষাক্ত উপাদান প্রবেশ করলে ধ্বংস করতে পারে।

৭) প্রতিদিন এক গ্লাস করে বাতাবি লেবু জুস করে খেলে ক্যান্সার প্রতিরোধে কাজ করে।

আজকের খুলনা
আজকের খুলনা