• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

জাতির জনক ও প্রধানমন্ত্রীর প্রতি ভালবাসা

আজকের খুলনা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

কোটালীপাড়া উপজেলা পরিষদের ৩য় তালার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিসে আগুনে পুড়ছে আসবাবপত্র।

সবাই আগুন নেভাতে ও পুড়ে যাওয়া মালপত্র সরাতে ব্যস্ত। ঠিক তখনি আগুনের হাত থেকে বাঁচাতে দেয়ালে টাঙানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দুটি সরিয়ে নেন অফিস সহায়ক মো. জুয়েল হোসেন খান।

পরে তিনি কাপড় দিয়ে কালিপড়া ছবি দুটি পরিষ্কার করছিলেন। তখন জুয়েলের এই কর্মকাণ্ড দেখে উপস্থিত সবাই ধন্যবাদ জানায়।

মো. জুয়েল হোসেন খান উপজেলা বান্দল গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে।

মো. জুয়েল হোসেন খান বলেন, ‘অগ্নিকাণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দুটি অনেকটাই নষ্ট হয়ে গেছে। এতে আমি মনে খুব কষ্ট পেয়েছি। কেন না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন বলেই আমরা আজকে চাকরি করতে পারছি। অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আমাদের বেতন বৃদ্ধি করেছেন। আমরা স্ত্রী, পুত্র, ছেলে সন্তান নিয়ে খেয়ে পরে ভাল আছি। আমার কাছে বাংলাদেশ মানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

প্রসঙ্গত, সোমবার সকাল ৭টার কোটালীপাড়া উপজেলা পরিষদের ৩য় তালার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

আজকের খুলনা
আজকের খুলনা