• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাইয়ের সময় কসাই আটক

আজকের খুলনা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাইয়ের জন্য প্রস্তুতকালে এক কসাইকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি ওই এলাকার দীর্ঘদিনের মাংস বিক্রেতা কসাই নাম আ. কুদ্দুস মোল্লা (৪০)। সে উপজেলা সদরের জামিরতলা এলাকার বাসিন্দা মো. ইউনুস মোল্লার ছেলে। এ ঘটনায় তাকে ১০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল আলম জানান, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সোর্স ঠিক করে রাখা হয়। সূর্যোদয়ের পূর্বে আনুমানিক ৪০/৫০হাজার টাকা মূল্যের একটি গরুটি মাত্র ১২হাজার টাকায় ক্রয় করে জবাইয়ের জন্য প্রস্তুত করে ওই কসাই। এরপর পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে গরুসহ কসাই কুদ্দুসকে আটক করা হয়। সেখান থেকে তাকে ভূমি অফিস প্রাঙ্গণে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পশু রোগ আইন ২০০৫ এর বিধান অনুযায়ী এ রায় দেন ম্যাজিস্ট্রেট। গরুটি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়। গরুটিকে ইনজেকশন পুষ করে ডিজপোজ করে অফিস কার্যালয়ের অনতি দুরে পোনা নদীর কিনারে ৬ফুট মাটির নিচে পুতে রাখা হয়।

এদিকে গরু, ছাগলের মাংস বিক্রেতারা একটি সিন্ডিকেট করে দুর্বল ও অসুস্থ গরু, ছাগল কম মূল্যে ক্রয় করে ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করে থাকে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে পশু জবাই করার পূর্বে উপজেলা স্যানিটারি কর্মকর্তার উপস্থিতিতে পশুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ থাকা সত্ত্বেও স্যানিটারি কর্মকর্তার অনুপস্থিতিতে নিয়মের তোয়াক্কা না করে পশু জবাই করে থাকে সিন্ডিকেট মাংস ব্যবসায়ীরা।

আজকের খুলনা
আজকের খুলনা