• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকির তালিকায় বাংলাদেশ ৭ম স্থানে

আজকের খুলনা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

জলবায়ু পরিবর্তনে যেসব দেশের সবচেয়ে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ। বাংলাদেশ শীর্ষ ১০ দেশের তালিকায় সপ্তম স্থানে রয়েছে। জার্মানি ভিত্তিক গবেষণা সংস্থা জার্মানওয়াচের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। স্পেনের বার্সেলোনায় গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে প্রতিবেদনটি প্রকাশ পায়।

এর আগে বেশ কিছু বছর ধরে বাংলাদেশ এই তালিকার ৭ম স্থানেই ছিলো। বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক-২০২০ শীর্ষক এই প্রতিবেদনেও আক্রান্ত দেশের তালিকায় একই স্থানে রয়েছে। এই তালিকায় প্রথমে রয়েছে ল্যাথিন অ্যামেরিকার দেশ পুয়ের্তো রিকো। এরপর রয়েছে যথাক্রমে মিয়ানমার, হাইতি, ফিলিপাইন, পাকিস্তান ও ভিয়েতনাম।

১৯৯১ থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে ১৯১টি জলবায়ু পরিবর্তনজনিত বড় দুর্যোগ আঘাত হানে। যা সবচেয়ে বেশি বড় দুর্যোগ আঘাত হেনেছে এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়।  

জলবায়ু পরিবর্তনের কারণে এই সময়ে বাংলাদেশে ১৬৮ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ডলারের আর্থিক ক্ষতি হয়েছে, যা দেশের জিডিপির শূন্য দশমিক ৪১ শতাংশ।

আজকের খুলনা
আজকের খুলনা