• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জলবায়ু ন্যায্যতায় ৫ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯  

‘একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ, বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলবায়ু ধর্মঘটের সঙ্গে সংহতি প্রকাশ করে জলবায়ু নায্যতায় ৫ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছ। 

সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালিত হয়। টিআইবির ইয়েস দলনেতা বিউটি আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, সনাক সদস্য অধ্যক্ষ আব্দুল হামিদ, কিশোরী মোহন সরকার, ভারতেশ্বরী সরকার প্রমুখ। 
  
মানববন্ধনে বক্তারা, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার সীমিত করা, দীর্ঘমেয়াদি জলবায়ু অর্থায়ন, উন্নয়ন সহায়তার অতিরিক্ত নতুন ও অতিরিক্ত জলবায়ু তহবিল বরাদ্দ, জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার ও ন্যায্যতা নিশ্চিতকরণ এবং প্যারিস চুক্তি বাস্তবায়নে জনঅংশগ্রহণমূলক কর্মকৌশল বাস্তবায়নসহ ৫ দফা দাবি তুলে ধরেন। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দায়ী শিল্পোন্নত দেশসহ বিশ্বের প্রতিটি দেশের প্রতিশ্রুতি রক্ষার জোর দাবি জানান বক্তারা।

আজকের খুলনা
আজকের খুলনা