• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জনসমর্থন না পেয়ে হতাশ বিএনপি এখন কূটনীতিকদের দ্বারে দ্বারে

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

নানা নাটকীয়তার পর ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। ভোটের মাঠে নুন্যতম জনসমর্থন না পেয়ে নানা ঘটনায় বিতর্কিত বিএনপি এখন কূটনীতিকদের দ্বারে দ্বারে ঘুরছেন। বিদেশীদের কাছে বারবার নালিশ জানানো বিএনপির পুরোন অভ্যাস। তবে এবার সিটি নির্বাচন নিয়ে কূটনীতিকদের কাছে নালিশ করাটা সাধারণ মানুষ ভালো চোখে দেখছেন না।

সূত্র জানায়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে গত রোববার কূটনীতিকদের কাছে নালিশ জানায় বিএনপি। এসময় নির্বাচন নিয়ে নানা নেতিবাচক তথ্য কূটনীতিকদের দেয়া হয় বলে নিশ্চিত করেছে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘‘বিএনপি অভিযোগ করেছে, তারা প্রচারণায় নামতে পারছে না। ইভিএম পদ্ধতিতে ভোট নিয়ে বিএনপিকে হারিয়ে দেয়া হবে। তাছাড়া বিএনপি কর্মীদের ওপর হামলার অভিযোগও জানানো হয়েছে। উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পিতা বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু কূটনীতিকদের সাথে সমন্বয়ের কাজ করছেন।’’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘‘বিএনপির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছে, তার সবই মিথ্যা ও বানোয়াট। বিএনপি প্রচারণায় নামতে পারছে না –এটি নির্লজ্জ্ব মিথ্যাচার। কারণ প্রতিদিনই বিএনপির মেয়রসহ কাউন্সিলর প্রার্থীরা পুরো ঢাকা শহরে তাদের প্রচারণা চালাচ্ছে। যা মিডিয়ার মাধ্যমে সারা দেশ জানতে পারছে। ইভিএম পদ্ধতি নিয়ে বিএনপির উত্থাপিত অভিযোগও শতভাগ মিথ্যা। ব্যালটের চেয়ে ইভিএম যে বেশী নির্ভরযোগ্য ও কারচুপি হবার সম্ভাবনা একেবারেই নেই তা দেশ বিদেশের বিশেষজ্ঞরা বলছেন। আর নেতা কর্মীদের ওপর হামলার যে অভিযোগ বিএনপি করেছে, তার তথ্যানুসন্ধানে জানা গেছে, মনোনয়নকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জেরে বেশীর ভাগ স্থানে বিএনপির কর্মীরাই নিজেদের প্রার্থীদের প্রচারণায় হামলা করছেন। কয়েকটি স্থানে আওয়ামীলীগ নেতা কর্মীদের ওপর হামলার নজির পাওয়া গেছে। রোববারও গোপীবাগে আওয়ামীলীগের ওপর হামলা চালায় বিএনপি।’’

এদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারত নির্বাচন পর্যবেক্ষণের কথা জানিয়েছে। বিএনপি তাই এই চার দেশের কূটনীতিকদের পেছনে পেছনে ঘুরছেন নালিশ জানানোর জন্য। যদিও এ বিষয়টি নিয়ে মাথা ব্যাথা নেই আওয়ামীলীগ প্রার্থীদের।

ঢাকা উত্তরের আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘‘ভোটে জেতার জন্য বিএনপি নানা কূট কৌশল গ্রহণ করতে পারে। নালিশ করা তাদের দীর্ঘদিনের স্বভাব। বিএনপির চরিত্র দেশের মানুষ জানেন। নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনগণ যে রায় দেবে তা আমরা মেনে নেবো।’’

ঢাকা দক্ষিণের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ব্যারিষ্টার ফজলে নুর তাপস বলেছেন, ‘‘ভোট স্বাভাবিক নিয়মে হবে। ভোট নিয়ে কাউকে নোংরা রাজনীতি করতে দেয়া হবে না। বিএনপি ভোটের মাঠে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। এখন তারা নালিশের পথ বেছে নিয়েছে।’’ 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘এখন থেকে আমরা প্রতিদিন কূটনীতিকদের ব্রীফ করবো, আমাদের অভিযোগ জানাবো। এটাকে যদি কেউ মনে করেন নালিশ, তাহলে আমাদের কিছু বলার নেই।’’ 

প্রসঙ্গত, খালেদা জিয়ার দূর্নীতি মামলার রায় ঘোষণার পর বিএনপির শীর্ষ নেতারা বিদেশী কূটনীতিকদের দ্বারস্থ হয়েছিলেন। ওই সময় বিএনপি নেতাদের প্রতি গভীর উষ্মা প্রকাশ করেছিলেন কূটনীতিকরা। বিএনপির নালিশে যে কূটনীতিকরা বিরক্ত তা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন।

 

 

আজকের খুলনা
আজকের খুলনা