• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ছয় দিনে আ. লীগের ১৩০টি মনোনয়ন ফরম বিক্রি

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০  

ষষ্ঠ দিনেও শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনের জন্য ১৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ নিয়ে গত ৬ দিনে আওয়ামী লীগের মোট ১৩০টি ফরম বিক্রি হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ঢাকা-৫ আসনে ৪ জন, ঢাকা-১৮ আসনে ৬ জন, পাবনা-৪ আসনে ১ জন, নওগাঁ-৬ আসনে ২ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে শনিবার সিরাজগঞ্জ-১ আসন থেকে কেউ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

গত পাঁচ দিনে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে লড়তে ৪৩ জন দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। এছাড়া নওগাঁ-৬ আসনের জন্য ৩০ জন, পাবনা-৪ আসনের জন্য ২৭ জন, ঢাকা-৫ আসনের জন্য ১৪ জন এবং সিরাজগঞ্জ-১ আসনের জন্য ৩ জন দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন।

এর আগে গত সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডিস্থ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু হয়। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমা চলবে আগামীকাল ২৩ আগস্ট পর্যন্ত। এরপর ২৪ আগস্ট দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব আসনে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

এ দিকে, পাবনা-৪ আসনে মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে অন্যতম হলেন আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন, ওই আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে গালীবুর রহমান শরীফ প্রমুখ।

এছাড়া ঢাকা-৪ আসনে ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন প্রয়াত সংসদ সদস্য হাবীবুর রহমান মোল্লার ছেলে সজল মোল্লা, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা হারুনুর রশীদ মুন্না প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা