• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ছয় গোলের ম্যাচে জার্মানিকে রুখে দিল তুরস্ক

আজকের খুলনা

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০  

ছয় গোলের রোমাঞ্চকর এক লড়াই হলো। প্রতিবারই এগিয়ে গিয়েছিল জার্মানি। কিন্তু লিড ধরে রাখতে পারল না। প্রতিবারই তাদের হতাশায় ডুবাল তুরস্ক। বুধবার রাতে প্রীতি ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে জার্মানি-তুরস্ক।

জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান নেওহাস অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন। কিন্তু দিনটি জার্মানির হলো না। টানা তৃতীয় ম্যাচে হোঁচট খেল জোয়াকিম লো'র শিষ্যরা।

প্রথমার্ধে যোগ করা সময়ে গোল করে জার্মানিকে এগিয়ে নিয়েছিলেন জুলিয়ান ড্র্যাক্সলার। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে না হতেই সেই গোল শোধ করে দেয় তুরস্ক। ৪৯ মিনিটে সমতাসূচক গোল করেন ওজান তুফান।

৫৮ মিনিটে ফের জার্মানিকে এগিয়ে দেন অভিষিক্ত নেওহাস। নয় মিনিটের মাথায় গোল শোধ করে তুরস্ক। ৬৮ মিনিটে ২-২ সমতা আনেন এফেকান কারাকা।

৮১ মিনিটে জার্মানির হয়ে তৃতীয় গোলটি করে লুকা ওয়াডসমিত। মনে হচ্ছিল, ৩-২ গোলের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারে জার্মানরা। কিন্তু ম্যাচের একদম অন্তিম মুহূর্তে, অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে তুরস্কের গোল শোধ করেন কেনান কারামান।

দিনের অন্য প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডে ২-১ গোলের জয় পেয়েছে ক্রোয়েশিয়া। ইতালি ৬-০ গোলে বিধ্বস্ত করেছে মালদোভাকে। মেক্সিকো নতুন নেদারল্যান্ডস কোচ ফ্রাঙ্ক ডি বোরকে প্রথম ম্যাচেই হারের স্বাদ দিয়েছে। ১-০ গোলে হেরেছে ডাচরা।

আজকের খুলনা
আজকের খুলনা